বঙ্গবন্ধুর ঘনিষ্ট-প্রয়াত কাজী হেদায়েত হোসেনের ৪৪ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ ,১৮ আগস্ট, ২০১৯ | আপডেট: ২:১৩ অপরাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর- বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক- ততকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত কাজী হেদায়েত হোসেন এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে- ১৮ই আগষ্ট-১৯ রবিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দলীয় এবং কালো পতাকা উত্তলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনাসভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধু ও তার সপরিবারকে হত্যা করে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী উগ্রপন্থি সদস্যরা। এর ৩ দিন পর ১৮ই আগষ্ট রাজবাড়ী শহরের কলেজ রোডে ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকায় একদল অজ্ঞাতনামা বন্দুকধারী ঘাতক-সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী- কাজী হেদায়েত হোসেনকে ও তার সাথে থাকা বাদশা মিয়াকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। সম্পূর্ণ অন্যায়ভাবে এ হত্যা করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুস সোবাহানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়- প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও মরহুম কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মরহুমের মেঝ ছেলে কাজী ইরাদত আলী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার,পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, মোঃ ফকরুজ্জামান মুকুট, এ্যাড. সফিকুল আজম মামুন, এ্যাড. রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, মরহুমের নাতি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও মরহুমের পুত্রবধু মীর মাহফুজা খাতুন মলি,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী, সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি প্রমুখ।
এ সময় পৌর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগসহ দলের অন্যান্য সংগঠনের নেতৃা-কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে- জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক র্যালী বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মরহুম কাজী হেদায়েত হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। ও পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
একইদিন বিকেলে, মরহুমের পারিবারিক উদ্যোগে বাড়িতে সারাদিন কোরআনখানী ও বিকেলে বাদ আসর খানকাপাক শরীফে (বড় মসজিদ) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ হতে— বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর-বৃহত্তর ফরিদপুর জেলার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক-সাবেক গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক গণপরিষদের সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।