বঙ্গবন্ধুর ঘনিষ্ট-প্রয়াত কাজী হেদায়েত হোসেনের ৪৪ তম মৃত্যু বার্ষিকী কাল
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৯ | আপডেট: ১০:০২ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর- বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক- ততকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত কাজী হেদায়েত হোসেন এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত হবে আগামীকাল ১৮ই আগষ্ট রবিবার।
৪৪ তম মৃত্যু বার্ষিকী ও শোকদিবসে প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী জেলা আওয়ামলীগ ও মরহুমের পরিবারের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করা করেছে।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধু ও তার সপরিবারকে হত্যা করে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী উগ্রপন্থি সদস্যরা। এর ৩ দিন পর ১৮ই আগষ্ট রাজবাড়ী শহরের কলেজ রোডে ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকায় একদল অজ্ঞাতনামা বন্দুকধারী ঘাতক-সন্ত্রাসীরা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী- কাজী হেদায়েত হোসেনকে ও তার সাথে থাকা বাদশা মিয়াকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। সম্পূর্ণ অন্যায়ভাবে এ হত্যা করা হয়।
১৮ই আগষ্ট-১৯ জেলা আওয়ামী লগের কর্মসূচির মধ্যে রয়েছেঃ-
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৮ই আগষ্ট-১৯ রবিবার সকাল ৮.টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উন্মক্ত মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানকার কর্মসূচী শেষে সকাল ১০.টায় শোক র্যালী সহকারে নেতা-কর্মিরা কাজী হেদায়েত হোসেনের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পন করবেন ও কবর জিয়ারত করবেন।
পারিবারিক কর্মসূচিঃ- সারাদিন কোরআনখানী ও বিকেলে বাদ আসর খানকাপাক শরীফে (বড় মসজিদ) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।