আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে বর্ষবরণ উপলক্ষ্যে লাঠিবাড়ী খেলা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ ,১৬ এপ্রিল, ২০১৮ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ণ ,১৬ এপ্রিল, ২০১৮
কালুখালীতে বর্ষবরণ উপলক্ষ্যে লাঠিবাড়ী খেলা অনুষ্ঠিত

কালুখালী উপজেলা প্রতিনিধি ।। বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির বি-কয়ায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিবাড়ী খেলা অনুষ্ঠিত হয়েছে।
সাওরাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বিকেল ৩.টায় বি-কয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন এলাকার হাজারো দর্শকের উপস্থিতিতে ৫টি দলের লাঠিয়াল বাহিনীর অংশগ্রহণ করে। এসময় খেলোয়াড়রা হারানো দিনের বিভিন্ন কৌশল প্রদর্শনীতে আলী আলী ডাক ভেঙ্গে লাঠির ভাজ ও একে অপরের উপরে হামলা প্রদর্শন করে কৌশল দেখায়।

এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এ খেলা উপভোগ করেন সাওরাইল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, বি-কয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই গোলাম মোরশেদ অন্যান্যের মধ্যে মোঃ তৈয়ুবুর রহমান, হাজী আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, যুবলীগের সদস্য জামির হোসেন পিকু, আহম্মেদ আলী বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এছাড়াও ইউপি সদস্য আক্তারুজ্জামান, জিল্লুর রহমান, জিয়াউর রহমান জিরু ও মোতালেব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

comments