আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-১৯ পালিত হয়েছে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ ,২৪ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১০:২৩ অপরাহ্ণ ,২৫ এপ্রিল, ২০১৯
রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-১৯ পালিত হয়েছে

স্টাফ রিপোর্টার।। পুষ্টি উন্নয়নের বুনিয়াদ।“খাদ্যের কথা ভাবলে, ‘পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন করতে ২৩শে এপ্রিল হতে ২৯শে এপ্রিল-১৯ পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুষ্টি সমন্ময় কমিটির আয়োজন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ২৪ শে এপ্রিল-১৯ বুধবার সকাল সোয়া ১০.টার দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি সদর হাসপাতাল সড়ক হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এসে শেষ হয় ও সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনাসভায়, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর প্রমূখ।
সভায় এ সময়, পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।

Comments

comments