বাংলা ১৪২৬ শুভ নববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ীতে বর্ষবরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৩২ অপরাহ্ণ ,১৫ এপ্রিল, ২০১৯
স্টাফ রিপোর্টার।। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা বর্ষবরণ (১লা বৈশাখ) অনুষ্ঠিত হয়েছে। সকালে মঙ্গল শোভাযাত্রা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ সংগীত, বৈশাখী মেলা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
১৪২৬ নববর্ষ বরণ উপলক্ষে ১৪ই এপ্রিল-১৯ রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে কালেক্টরেট চত্বর থেকে বিভিন্ন রংঢঙে সেজে বের হয় একটি মঙ্গল শোভাযাত্রা।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে ফিরে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন- রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি- রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।
এ ছারাও বর্ষবরন উপলক্ষে রাজবাড়ীর ঐতিয্যবাহি শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাচ শতাধীক শিক্ষার্থীর অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় পান্তা ইলিশ খাওয়ার অনুষ্ঠান।