আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোয়ালন্দে মানববন্ধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ ,৬ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:২৯ অপরাহ্ণ ,৬ মার্চ, ২০১৯
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোয়ালন্দে মানববন্ধন

গোয়ালন্দ সংবাদদাতা।। “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’ নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৮ই মার্চ-১৯ বুধবার সকাল ১১.টার দিকে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন মহসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ২ দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন অতিথিরা।

এ সময় মামববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও  বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীবৃন্দ।

Comments

comments