আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাংশায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন কাজের উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ ,১ মার্চ, ২০১৯ | আপডেট: ৯:৪২ অপরাহ্ণ ,২ মার্চ, ২০১৯
রাজবাড়ীর পাংশায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন কাজের উদ্বোধন

পাংশা সংবাদদাতা।। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন কলেজের ৫তলা প্রশাসনিক কাম একাডেমিক ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। এবং কে.রাজ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ ভবণ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন

১ মার্চ-১৯ শুক্রবার সকালের দিকে এ ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.কে.এম মোহসীন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

ড.কাজী মোতাহার হোসেন কলেজের পরিচালনা কমিটির সভাপতি ড.এম.এ মাজেদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি ও হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, ড. কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফাজ্জেল হোসেন, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, কলেজ পরিচালনা কমিটির সদস্য বৃন্দ কলেজের শিক্ষক মন্ডলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একইদিন বিকেলে, পাংশা উপজেলার হাবাসপুর ইউপির হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ ভবণ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়।

Comments

comments