আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে ‘মায়ের পা ধুয়ে’দোয়া পেল স্কুল শিক্ষার্থীরা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৭:৩৬ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০১৯
পিরোজপুরে ‘মায়ের পা ধুয়ে’দোয়া পেল স্কুল শিক্ষার্থীরা

শামিম-পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ আঙিনায় সমবেত ৮০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা।এ সময় ৮০০ শিক্ষার্থীর মমতাময়ী মা, শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে উপজেলার ওই প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তুম আলী ফরাজির সহধর্মিণী খাদিজা আক্তার খুশবু।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মুখ সবুজ চত্বরে ৮০০ মাকে বসিয়ে শিক্ষার্থী সন্তানরা মমতাময়ী মায়ের পা ধৌত করে মাকে সম্মান জানায়। এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যতিক্রমী এ আয়োজন স্কুলে এক অন্য রকম আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপার ভাইজার মোঃ রুহুল আমীন, থানার এসআই শাহনাজ পারভীন, যুব মহিলালীগের নেত্রী সুলতানা রোজি, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ।

Comments

comments