আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ১৯শে জানুয়ারী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ১৯শে জানুয়ারী

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ভিটামিন ‘এ’ খাওয়ান, ‘শিশু মৃত্যুর ঝুকি কমান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০১৮ বাস্তবায়ন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে ৯ জানুয়ারী-১৯ বুধবার দুপুর সাড়ে ১২.টায় সিভিল সার্জনের কার্যালয়ের সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

জেলা সাংবাদিকদের উপস্থিতিতে ভিটামিন ‘এ’ এর গুরুত্ব নিয়ে প্রজেক্টর স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন ডাঃ শফিউল আজম ।

ডাঃ শফিউল আজম বলেন, সারা দেশে একযোগে ১৯ জানুয়ারী সকাল ৮.টা হতে বিকেল ৪.টা  পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।৬ হতে ১১ মাস বয়সের শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১১ হতে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়াতে হবে।৬ মাসের কম বয়স হতে ৫ বছরের বেশি বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবেনা এবং ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্রাপ্ত শিশুকে ও মারাত্নক অসুস্থ শিশুকে খাওয়ানো যাবেনা।

তিনি বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘড়ে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।

তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে।শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুকি কমায়।

আওয়ামী লীগ সরকারের উদ্যোগে- বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে ২ বার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করে থাকে।

তিনি বলেন, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় পৌরসভাসহ ৪২টি ইউনিয়নে অস্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ১ হাজার ৬৩ টি।স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে ৫টি। অতিরিক্ত রয়েছে ৬টি। সর্বমোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৭৪ টি।জেলায় মোট লোক সংখ্যা-১১ লাখ ৬৭ হাজার ৫শ ১৬ জন। ৬-১১ মাস শিশুর সংখ্যা ১৪ হাজার ১শ ৫৭ জন এবং ১২-৫৯ বছর বয়সী শিশুর সংখ্যা- ১ লাখ ১২ হাজার ১শ ৬৪ জন।

এ সময়, জেলা সিভিল সার্জন ডাঃ রহিম বক্স এর স্বভাপতিত্বে কর্মশালায় রাজবাড়ী প্রেস ক্লাবের সাঃ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, বিটিভি’র জেলা প্রতিনিধি সানাউল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রেনিক্স মিডয়ায় কর্মরত রাজবাড়ী জেলার অর্ধশতাধিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Comments

comments