৪ জন এএসআই সহ ২ নারী পুলিশকে ‘নায়েক’ র্যাঙ্ক ব্যাচ পরালেন রাজবাড়ীর এসপি
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ ,৪ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলায় এই প্রথম দুই জন নারী পুলিশ সদস্যকে ‘নায়েক’ পদের র্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে।
৩ জানুয়ারী-১৯ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি.বিপিএম তার কার্যালয়ে ওই র্যাঙ্ক ব্যাচ পরান। সে সময়, তিনি আরো ৪ জন এএসআই এবং আরো দুই জন নায়েক পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন।
পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ওই র্যাঙ্ক ব্যাচ পরানো অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, রাজবাড়ী পুলিশ লাইনের আরআই শাহ আলম, আর ওয়ান এসআই কবির আহম্মেদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম বলেন, ইতিপূর্বে নায়েক পদে রাজবাড়ী জেলায় কোন নারী পুলিশ কনষ্টেবলের পদোন্নতি হয়নি। এবারই প্রথম মানিকগঞ্জের পাখি খাতুন এবং ফরিদপুরের শিরিন আক্তার পুরুষ পুলিশ কনষ্টেবলদের সাথে সমানতালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে নিজ যোগ্যতায় নায়েক পদে পদোন্নতি পয়েছে। তিনি তাদের সাদুবাদ জানান।
পদোন্নতি পাওয়া পাখি খাতুন ও শিরিন আক্তার বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর উৎসাহ ও নির্দেশনায় তারা নায়েক পদের পরীক্ষায় অংশ গ্রহণ করেন এবং সকল পরীক্ষায় নিজ যোগ্যতার প্রমান দিয়ে উত্তীর্ণ হন।এই র্যাঙ্ক ব্যাচ তারা আনন্দিত।