উন্নয়নের বার্তা নিয়ে রাজবাড়ীতে প্রচারনায় সরব আওয়ামীলীগ,মাঠে নেই বিএনপি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ ,২১ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ১০:৫১ অপরাহ্ণ ,২১ ডিসেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধী।।বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বার্তা নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় প্রচারনায় সরব আওয়ামী লীগ, কর্মিঅভাবে তেমন মাঠে নেই বিএনপি।
২১শে নভেম্বর-১৮ শুক্রবার বেলা ১১.টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া সাড়েং বাড়ি বাজার সংলগ্ন হানিফ গাজীর বাড়িতে নৌকা মার্কার উঠান বৈঠক করেছেন আওয়ামীলীগ মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
এ ছাড়া তিনি, একইদিনে পথসভা করেন বরাট ইউনিয়নের উড়াকান্দা ও দ্বাদশীতে ।
এ সকল পথসভায়, আওয়ামীলীগ সরকারের সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান আলহাজ্ব কাজী কেরামত আলী।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। চলছে প্রচার-প্রচারণা, তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিন কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মাঠে থাকছে প্রার্থীরা।এ ক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলোর প্রার্থীরা ভালোই সরব। তবে দেখা মিলছে না ধানের শীষ প্রার্থীর বিএনপি’র কর্মিদের, একদিকে কর্মিঅভাবে প্রচারণায় দলটি ছন্নছাড়া, অপরদিকে মানুষও তাদের কাছে ভিরছে না।
মাঠে নেমে দেখা গেছে- প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকরা। আওয়ামী লীগের প্রচারণায় ব্যানার-পোস্টারও বেশ চোখে পড়ার মতো।বিএনপি ছাড়া অন্য দলগুলোর প্রার্থীদের প্রচারপোস্টারও ভালোই টানানো হয়েছে। তবে ব্যতিক্রম বিএনপির ক্ষেত্রে। যদিও কোথাও কোথাও দলটির পোস্টারের দেখা মিলছে, তবে খুবই কম। প্রচারণাতেও মাঠে দেখা মিলছে না বিএনপি’র নেতাকর্মীদের।