রাজবাড়ীতে ইয়াবাসহ মাটিপাড়ার ওবায়েদ আটক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ ,৮ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ১০:৩৯ অপরাহ্ণ ,৮ ডিসেম্বর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ওবায়দুর রহমান ওরফে ওবায়েদ (৩০) কে হাতেনাতে আটক করেছে রাজবাড়ী থানা পুলিশের একটি অভিযানিক দল।
৭ নভেম্বর-১৮ শুক্রবার রাতে রাজবাড়ী জেলা শহরের মুরগীর ফার্ম সংলগ্ন বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের বাল্লাহরিয়া গ্রামের মৃত মোশারফ হোসেন ওরফে মুছার (সাবেক মেম্বর) ছেলে।
এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে ৮/১২/২০১৮ইং তারিখে মাদকদ্রব্য আইনে গ্রেফতারকৃত ওবায়েদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা রজু করেছে। রাজবাড়ী থানার মামলা নং ১৩।
এ বিষযে রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জনতার মেইলকে জনান, ওবায়েদ দির্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসা চালিয়ে আসছিল, অনেকদিন ধরে চেষ্টা চালানোর পর অবশেষে মুরগীর ফার্ম সংলগ্ন বাসষ্ট্যান্ড থেকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করি।আজ তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।