আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র মনোনীত প্রার্থী খৈয়ম


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৮:৩০ অপরাহ্ণ ,২৯ নভেম্বর, ২০১৮
রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র মনোনীত প্রার্থী খৈয়ম

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর নিকট মনোনয়ন ফরম দাখিল করেছেন বিএনপি’র মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

২৮শে নভেম্বর-১৮ বুধবার দুপুর পৌনে ৪.টায় দলিয় নেতা-কর্মিদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্য়ালযে এসে এ মনোনয়ন ফরম জমা দেন।এসময়, তার সাথে জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি এবং কেন্দ্রের নির্দেশ মোতাবেক বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং করেছি। সে কারণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করি জনগনের দোয়া ও সমর্থন থাকলে এ আসন দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে উপহার দিতে পারবো। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে মুক্ত করে আনতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে।

Comments

comments