রাজবাড়ী জেলা কারাগারে ২টি টেলিভিশন প্রদান করলেন ডিসি
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ ,৮ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ণ ,৯ অক্টোবর, ২০১৮
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ ,৮ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ণ ,৯ অক্টোবর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের কারাবন্দিদের বিনোদনের জন্য ২ টি টেলিভিশন প্রদান করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী।
৮ অক্টোবর-১৮ সোমবার সকালে জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ টেলিভিশন দু’টি জেল সুপার মোঃ আনোয়ারুল করিম এবং জেলার নুর মোহাম্মদ মৃধার হাতে তুলে দেন মোঃ শওকত আলী।
এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ও রাজস্ব ) মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেসির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান, রেজওয়ানা নাহিদ, রুমানা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ টেলিভিশনের মাধ্যমে মহিলা কারাবন্দিরা বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবেন।