রাজবাড়ীতে জিএসবি’র ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ ,৬ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ণ ,৮ অক্টোবর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।।গ্রীন স্যোশাল বিজনেস (জিএসবি) লিমিটেডের প্রথম বর্ষপূর্তি ও জিএসবি ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী।
শনিবার সকাল ১১.টার দিকে জেলা শহরের সমবায় মার্কেটের জিএসবি মটরসের শোরুমে কেঁক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময়, দশ জন অসহায় দরিদ্রের মাঝে শুকনো খবার বিতরণ করা হয়।
জিএসবির চেয়ারম্যান লিয়াকত হোসেন লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি শংকর চন্দ্র সিনহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ সফিকুল আজম মামুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, জিএসবি’র ভাইস চেয়ারম্যান মোঃ বিল্পব হোসেন প্রমূখ। এছাড়াও জিএসবির মোঃ শামিম খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জিএসবির ডায়রেক্টর মাসুদ পারভেজ।