আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পঞ্চম শ্রেনীর ছাত্রী সুইটি বজ্রপাতে মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ীতে পঞ্চম শ্রেনীর ছাত্রী সুইটি বজ্রপাতে মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি।। স্কুল হতে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুইটি আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।সে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

২৬শে সেপ্টেম্বর-১৮ বুধবার বিকেলে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।সুইটি আক্তার- ওই গ্রামেরই শাজাহানের মেয়ে।

কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম জনতার মেইলকে জানান, আজ বিকেল সারে ৩.টার দিকে স্কুল শেষে বাড়ি ফিরছিল সুইটি, এ সময় হালকা বৃষ্টির পাশাপাশি আকাশে বজ্রপাত হচ্ছিল।তার বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সুইটি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী আধুনিকৃত সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সারোয়ার জোহেব বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

Comments

comments