ফরিদপুর র্যাব কর্তৃক ফেন্সিডিলসহ আটক-১
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ৬:১৯ অপরাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।।১৫২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আজিজুর রহমান(৪০) কে হাতে নাতে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
উক্ত ক্যাম্প কোম্পানীর সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে ২৪ সেপ্টেম্বর-১৮ সোমবার বিকেল সারে ৫.টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন দাসের মোবারকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত ব্যাক্তি, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নোয়াবাড়ি ঘোষকান্দি গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে।
উল্লেখ্য যে, ধৃত আসামী একজন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
আটককৃত আসামীকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়।এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।