আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অপহরনের ২০ঘন্টা পর অপহৃত ছাত্রী উদ্ধারসহ অপহরণকারী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ণ ,৫ সেপ্টেম্বর, ২০১৮
অপহরনের ২০ঘন্টা পর অপহৃত ছাত্রী  উদ্ধারসহ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুর সদরপুর হতে অপহৃত ৯ম শ্রেনীর এক ছাত্রী (ভিকটিম) উদ্ধারসহ মূল অপহরণকারী এস এম সোহেল(২৪) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৪ সেপ্টেম্বর-১৮ মঙ্গলবার ভোর ৫.টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ব্রাহ্মণকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে অপহরণকারীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

অপহরণকারী এস এম সোহেল হচ্ছে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নোয়াপাড়া গ্রামের এস এম আশরাফ আলীর ছেলে। এবং উদ্ধারকৃত অপহৃত বিকটিম হলো, সদরপুরের কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক শিক্ষার্থী।

 ঘটনার বিবরণে জানা যায়, সদরপুরের কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে অধ্যয়নরত ঐ শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে পেশায় অটো রিকশা চালক এস এম সোহেল প্রায়ই উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। তার এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় বখাটে সোহেল ক্ষিপ্ত হয়ে ঐ শিক্ষার্থীর স্কুলে যাওয়ার পথে গত ৩/৯/২০১৮ইং তারিখে তাকে অপহরণ পূর্বক ফরিদপুর শহরের ব্রাহ্মনকান্দায় একটি বাড়িতে আটকে রাখে। এবং ঐ শিক্ষার্থীর সৌদি প্রবাসি বাবার মোবাইলে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এ সংক্রান্তে ঐ শিক্ষার্থীর বাবা ফরিদপুর জেলার সদরপুর থানায় ৩/৯/১৮ইং তারিখে একটি জিডি করেন। (জিডি নং-৯৮ । একইসাথে অপহৃত মেয়েকে উদ্ধারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন। তদপ্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী এস এম সোহেল কৌশলে পালানোর চেষ্টা কালে তাকে হাতে নাতে আটক করে।
পরবর্তিতে, আটককৃত আসামীকে ফরিদপুর জেলার সদরপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে সদরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

Comments

comments