আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিমন্ত্রী কতৃক সড়ক রক্ষনাবেক্ষ নারী কর্মীদের মাঝে চেক বিতরন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ ,৪ আগস্ট, ২০১৮ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ণ ,৪ আগস্ট, ২০১৮
শিক্ষা প্রতিমন্ত্রী কতৃক সড়ক রক্ষনাবেক্ষ নারী কর্মীদের মাঝে চেক বিতরন

রাজবাড়ী প্রতিনিধি।। পল্লী কর্ম সংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মচারী-২ (আরইআরএমপি-২) এর আওতায় রাজবাড়ী সদর উপজেলায় কর্মরত নারী কর্মচারীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

রাজবাড়ী সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ৩রা আগষ্ট-১৮ শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলার ১৪০ জন নারী কর্মীর প্রত্যেকে ৭৫ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

চেক বিতরনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায়, রাজবাড়ী সদর উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্ছু ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীকর্মীবৃন্দ প্রমূখ।

Comments

comments