ফরিদপুরে ফার্মেসী হতে অবৈধ ওষুধ জব্দ ও জরিমানা
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ ,২ আগস্ট, ২০১৮ | আপডেট: ১:০২ পূর্বাহ্ণ ,২ আগস্ট, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুরের ‘সাবিয়া মেডিকেল হল’ নামক একটি ঔষধ ফার্মেসী থেকে বিপুল পরিমান অবৈধ ও ভেজাল ওষুধ জব্দ করাসহ উক্ত ফার্মেসীর মালিক মোঃ মুরাদ মিয়া (৫০) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মালিককে অর্থ দন্ড প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১লা আগষ্ট-১৮ বুধবার বিকাল আনুমানিক সারে ৪.টার সময়, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মোঃ মুরাদ মিয়া উক্ত ফার্মেসীর মালিক এবং সে ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
পরবর্তীতে, ফরিদপুরের ড্রাগ সুপার রিফাত আরা উপস্থিতিতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওষুধ আইন ১৯৪০ এর ১৮(ক) এর ২৭ ধারা মোতাবেক উক্ত ফার্মেসীর মালিককে ৩০,০০০/-টাকা অর্থ দন্ড প্রদান করে। জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ ও ভেজাল ওষুধ সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।