আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ ,৭ মার্চ, ২০২৩ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ণ ,১১ মার্চ, ২০২৩
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রেজাউল হক রেজা, সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এ্যাড. শফিকুল আজম মামুন, জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান, জেলা মহিলা লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. সফিকুল হোসেন সফিক।
এ সময় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, জেলা যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রমজান আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Comments

comments