আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন রাজবাড়ী‌ জেলা ট্রাক-কাভার্ডভ্যাান ড্রাইভার্স ইউনি‌য়‌ন (রে‌জি নং ০২) এর নব-‌নির্বা‌চিত সদস্যরা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ ,২০ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ২:২১ পূর্বাহ্ণ ,২১ সেপ্টেম্বর, ২০২২
শপথ নিলেন রাজবাড়ী‌ জেলা ট্রাক-কাভার্ডভ্যাান ড্রাইভার্স ইউনি‌য়‌ন (রে‌জি নং ০২) এর নব-‌নির্বা‌চিত সদস্যরা

স্টাফ রিপোর্টার।।  রাজবাড়ী‌ জেলা ট্রাক- কাভার্ডভ‌্যান ড্রাইভার্স ইউ‌নিয়‌ন (রে‌জি নং ০২) এর নব-‌নির্বা‌চিত সদস্যরা শপথ গ্রহন করেছেন।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর-২২) দুপুরে শ্রীপুর বাস টার্মিনা‌ল সংলগ্ন মস্তফা মার্কেটের ২য় তলায় অত্র ইউ‌নিয়‌নের কার্য্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান- ইউ‌নিয়‌নের ত্রি-বা‌র্ষিক নির্বাচ‌নের প্রধান নির্বাচন কমিশনা‌র ও বাংলা‌দেশ সড়ক প‌রিবহন ফেডা‌রেশ‌নের আঞ্চ‌লিক কমি‌টির সভাপ‌তি জুবা‌য়ের জা‌কির।

এ সময় উপস্থিত ছিলেন- অত্র ইউনিয়নের উপ‌দেষ্টা ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগ নেতা আজগর আলী বিশ্বাস, সহ‌যোগী নির্বাচন ক‌মিশনার মিরাজুল ইসলাম‌ মিরাজ, মোতালেব হোসেন মুক্তার ও শেখ মনির হোসেন। শপথগ্রহন শে‌ষে কার্যনির্বাহী ক‌মি‌টির সকল সদস‌্যকে ফু‌লেল শু‌ভেচ্ছা জানা‌নো হয়।

শপথ নেন- সভাপ‌তি ‌মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক লোকমান হো‌সেন ম‌নির। কার্যকরী সভাপ‌তি ‌মোঃ জাহিদ শেখ, সহ-সভাপ‌তি হা‌সেম মিয়া, সহ-সাধারন সম্পাদক আব্দুর র‌হিম মিয়া, কোষাধ‌্যক্ষ স‌হিদুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক শা‌হিন মিয়া, সড়ক সম্পাদক মোহাম্মদ শাহাজ‌দ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক ফ‌রিদ উ‌দ্দিন, প্রচার সম্পাদক আক্কাস মিয়‌া, কার্যকরী সদস‌্য মোঃ সুজন পার‌ভেজ, মোঃ শরীফ ফ‌কির ও শহীদ সরদার।

এর আ‌গে, চল‌তি মা‌সের (২ সে‌প্টেম্বর-২২) রাজবাড়ী‌ জেলা ট্রাক কাভার্ডভ‌্যান ড্রাইভার্স ইউ‌নিয়‌নের ত্রি-বা‌র্ষিক নির্বাচ‌ন অনু‌ষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের জাকির, প্রিজাইডিং অফিসার হিসেবে শেখ মনির হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে ইউসুফ হাওলাদার, মিরাজুল ইসলাম ও মোতালেব হোসেন মুক্তার দায়িত্ব পালন করেন।
সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট পরিদর্শন করেন ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে শেখ মনির হোসেন জানান- সংগঠনের মোট ৯৭৫ জন ভোটারের মধ্যে ৯০ শতাংশ ভোট কাষ্টিং হয়।

এ নির্বাচনে ১১টি প‌দের বিপরী‌তে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যকরী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Comments

comments