আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অসচ্ছ্বল সংস্কৃতিসেবীদের হাতে সরকারী অনুদানের চেক তুলে দিলেন রাজবাড়ীর ডিসি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ ,৩ জুলাই, ২০১৮ | আপডেট: ৬:০২ অপরাহ্ণ ,৩ জুলাই, ২০১৮
অসচ্ছ্বল সংস্কৃতিসেবীদের হাতে সরকারী অনুদানের চেক তুলে দিলেন রাজবাড়ীর ডিসি

রাজবাড়ী প্রতিনিধি ।। রাজবাড়ী জেলার ৩ জন অসচ্ছ্বল সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার ৪৩ হাজার ২ শত টাকার সরকারী অনুদানের চেক হস্তান্তর করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। প্রত্যেককে ১৪ হাজার ৪ শত টাকা করে প্রদান করা হয়।

৩রা জুলাই-১৮ মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ চেক হস্তান্তরের সময়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সায়েদুর রহমাস, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালসার অফিসার প্রার্থ প্রতিম দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাসিক কল্যাণ ভাতার চেকপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, পাংশা উপজেলার বয়রাটের মৃত কিসমত আলী শেখের ছেলে মোঃ আরমান আলী শেখ, বয়রাটের মৃত করিম মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস মন্ডল ও কুঠিমালিয়াটের হাটবনগ্রামের মৃত সরপদীর ছেলে মোঃ আমির বিশ্বাস।

অনুদানের চেক প্রাপ্ত ব্যাক্তিরা এ সময়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে জেলা প্রশাসকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গত ১৯ জুন, ২০১৮ তারিখের ৪৩.০০.০০০০.১১৬.০২.০৩৩.১৭-৬৬ সংখ্যক স্মারকের মঞ্জুরী পত্রে এই তিন জনকে মাসিক ১,২০০ টাকা হারে প্রত্যেকে ১৪ হাজার ৪ শত টাকা করে মোট ৪৩ হাজার ২ শত টাকা মঞ্জুরী করা হয়েছে।

Comments

comments