আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নদী শাসনের দাবিতে দৌলতদিয়া ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,১০ সেপ্টেম্বর, ২০২২
নদী শাসনের দাবিতে দৌলতদিয়া ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদী শাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দৌলতদিয়া ইউনিয়নবাসি।

শুক্রবার (৯সেপ্টেম্বর-২২) বিকেল সাড়ে ৩ টা সাড়ে ৪ টা পর্যন্ত দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাট এলাকায় মহাসড়কে ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু’র সার্বিক ব্যবস্থাপনায় এবং পদ্মা পাড়ের সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন পেশার কয়েকশ লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলের স্লোগান ছিল- এক দফা এক দাবি- নদী শাসন কবে হবে ? দৌলতদিয়া আবাসির এক দাবি- দাবি নদী হবে ?

এ সকল কর্মসূচিতে, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগের নেতা আতিয়ার রহমান, গোয়ালন্দ বাজার পরিষদের প্রচার সম্পাদক মো. শহিন শেখসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লখ্য, গত এক সাপ্তাহ ধরে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে কয়েকটি গ্রাম নদী ভাঙ্গনের শিকার হয়েছেন। এছাড়া দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়কের বেশ কিছু অংশ নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। এবং লঞ্চ ঘাট সহ আরো ৩টি ফেরি ঘাট নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে।

Comments

comments