আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হলেন- কানিজ ফাতেমা চৈতি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ১১:৫৭ অপরাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০২২
রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হলেন- কানিজ ফাতেমা চৈতি

রাজবাড়ী প্রতিনিধি।। বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন-২২ এ রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের নব-নির্বাচিত সভাপতি হয়েছেন- কানিজ ফাতেমা চৈতি।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর-২২) বিকাল ৩ টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অনুষ্ঠিত সম্মেলনে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে এ নাম ঘোষণা করেন- বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

এ সময়, অপু উকিল আরও ৭ জনের নাম ঘোষণা করেন্ তারা হলেন সহ-সভাপতি পদে সাজিদা আক্তার, মুক্তি রানী কর, রাইমা আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুর নাহার সেন্টি, যুগ্ম-সম্পাদক রোমানা কবির, তামান্না নাসরিন রেশমি ও প্রিয়াঙ্কা চক্রবর্তী। তিনি আরও বলেন, ৮১ জন স্থান পাবে, আমি আজ ৮ টি পদের নাম ঘোষণা করে গেলাম, বাকিগুলো জেলা আওয়ামী লীগের সহযোগীতায় পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর দ্বায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দের।

এ সন্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, বিশেষ অতিথ ছিলেন- বাংলাদেশ যুব মহিলা লীগের যুগ্ম-সম্পাদক ও সাংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. খোদেজা নাসরীন, এমপি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান, সহ-ক্রীড়া সম্পাদক নাজমা আক্তার রত্না। এছাড়াও, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য- হেলেনা হক, ফারহানা ফেরদৌসী, শাহানা ইসলাম সান্তনা, বিলকিস পারভীন, জেসমীন আক্তার জোনাকী, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি বিলকিস পারভীন সহ স্থানীয় নেতা-কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সন্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুর রহমান।

Comments

comments