আজ : মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে স্থানীয় তালুকদারের পরিবারের উদ্যোগে পাঠাগার নির্মাণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ ,১৬ আগস্ট, ২০২২ | আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০২২
রাজবাড়ীর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে স্থানীয় তালুকদারের পরিবারের উদ্যোগে পাঠাগার নির্মাণ

মোঃ আলমাস আলী॥  রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে ব্যাক্তি উদ্যোগে ৩০ লাখ টাকা ব্যয়ে পাঠাগারের শুভ-উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন স্থাপন করেন, আমেরিকা প্রবাসী অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদ উদ্দিন তালুকদারের পরিবার। লাইব্রেরীর সার্বিক কাজ বাস্তবায়ন করেন প্রধান শিক্ষক লিটন কুমার নাগসহ স্কুল কমিটির সদস্যবৃন্দ।

মঙ্গলবার (১৬ই আগষ্ট-২২) সকাল ১১ ঘটিকার সময় প্রধান অতিথি হিসাবে গ্রন্থগারটির শুভউদ্বোধন করেন ওয়াহিদ উদ্দিন তালুকদারে কন্যা ফেন্সী তালুকদার। তিনি সরাসরি উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসী ও স্কুল কমিটির সভাপতি জুলকর শাহীন এবং আওয়ামীলীগ নেতা-কর্মীদের সংঙ্গে নিয়ে পাঠাগারটি স্থাপন অতপর শুভ উদ্বোধন করেন। লাইব্রেরীটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদ উদ্দিন তালুকদারের পরিবারের অনেক চেষ্টার ফসল হিসাবে বিশাল আকারে এক তলা বিল্ডীং ঘরসহ পাঠাগারটি নির্মাণ করা সম্ভাব হয়েছে। উপস্থিত এলাকাবাসী তালুকদারের পরিবারকে ধন্যবাদ জানান।

এ উপলক্ষ্যে- ডা: এমদাদুল হক খানের আয়োজনে মঙ্গলবার সকালে স্থানীয় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরেকা প্রবাসী ওয়াহিদ উদ্দিন তালুকদারের একমাত্র মেয়ের জামাই আবুল কালাম আজাদ জোয়াদ্দার ও মেয়ে ফেন্সী তালুকদার। এ ছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্কুল পরিচালনা কমিটির সভাপতি জুলকর শাহীন, প্রধান শিক্ষক লিটন কুমার নাগ, রোকন উদ্দিন ব্যাপারী, আ’লীগ নেতা লুৎফর রহমান চুন্নু মিয়া, আকতারুজ্জামান মোল্যা, ডা: বদিউজ্জামান, আবুল কালাম আজাদ জোয়াদ্দার (আমেরিকা প্রবাসী), সাবেক সচিব তালেব পরামানিক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম প্রমূখ।

সকল বক্তাগনই আগামীতে ওয়াহিদ উদ্দিন তালুকদার পাঠাগারটি ডিজিটাল পাঠাগারের দাবীসহ স্কুলটি কলেজ করার দাবী জানান। অনুষ্টান শেষে উৎসবমূখর পরিবেশে উপস্থিত শতশত জনগনের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

Comments

comments