আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ মহাসড়কে গাড়ি চাপায় হনুমানের মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ ,১ জুলাই, ২০১৮ | আপডেট: ৭:১৮ অপরাহ্ণ ,১ জুলাই, ২০১৮
গোয়ালন্দ মহাসড়কে গাড়ি চাপায় হনুমানের মৃত্যু

মোঃ সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।।ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ শহরের ব্র্যাক অফিসের সামনে ৩০শে জুন শনিবার দুপুরে গাড়ি চাপায় একটি দলছুট হনুমানের মৃত্যু হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ হনুমানটিকে দেখতে ঘটনাস্থলে ভিড় করেন। বিশেষ করে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ সেখানে আসে দলে দলে।

বিরল প্রজাতির কালোমুখো এই হনুমানটি খাদ্যের অন্বেষনে দলছুট হয়ে কয়েকদিন ধরে গোয়ালন্দের পৌর এলাকা চষে বেড়াচ্ছিল। পথ ভোলা দুরন্ত হনুমানকে অনুসরন করে মজাও পাচ্ছিল স্থানীয় বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। কেউ ঢিল ছুঁড়ে হনুমানটিকে বিরক্ত করেছে আবার কেউ খাবার দিয়ে কাছাকাছি আনার চেষ্টা করছিলেন। বিশেষ করে স্কুলগামী শিশুদের জন্য অন্যরকম মজারখোরাক ছিল এ হনুমানটি।

জানা যায়, কালোমুখো এ বিরল প্রজাতির হনুমান সাধারনত যশোর জেলার কেশবপুরে বাস করে। ওই এলাকা থেকে ঢাকাগামী কলা বোঝাই ট্রাকে ক্ষুধার্ত হনুমান কলা খেতে খেতে দলহারা হয়ে এ এলাকায় চলে এসেছিল। এর আগেও একাধিক হনুমান এভাবে গোয়ালন্দে এসে কয়েকদিন পর বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের শিক্ষক জীবন চক্রবর্তী এ প্রতিবেদককে জানান, কালোমুখো এই হনুমান গুলি খাদ্যের সন্ধানে দলছুট হয়ে দেশের বিভিন্ন স্থানে যে ভাবে মারা পড়ছে, তাতে অচিরেই এ হনুমানগুলো বিলুপ্ত প্রাণির তালিকায় চলে যাবে। এ জাতের হনুমানের অস্তিত্ব রক্ষায় এখনি সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহন করা উচিত।

Comments

comments