আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ ,২৩ জুলাই, ২০২২ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ণ ,২৪ জুলাই, ২০২২
রাজবাড়ীর বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলার সদর উপজেলা কৃষক লীগের আয়োজনে, শনিবার (২৩শে জুলাই-২২) বিকালে বানীবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।

সম্মেলনে, ফজলুর রহমানকে সভাপতি, আব্দুর রশিদ মিয়াকে সহ-সভাপতি, আঃ শুকুর মোল্লাকে সাধারণ সম্পাদক, অরুণ কুন্ডু ও আঃ ছালামকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। তারা পরবর্তীতে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করবেন।

বানীবহ ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আঃ শুকুর মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে- জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, বাণিবহ ইউনিয়নের চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার, অন্যান্যের মধ্যে আব্দুল হক মন্ডল দারোগ আলী, সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ, দেওয়ান ফিরোজ, আব্দুল মতিন মিয়া ও সাংগঠনিক সম্পাদক নেফাজ উদ্দিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

Comments

comments