আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের সাথে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ ,১৬ জুলাই, ২০২২ | আপডেট: ১০:৩০ অপরাহ্ণ ,১৭ জুলাই, ২০২২
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়কের সাথে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান খান এমপি’র সাথে ‘রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধাবৃন্দের মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ই জুলাই-২২) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে এ সভা অনষ্ঠিত হয়।

রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ জলিল মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের ৫ বারের নির্বাচিত এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-সদস্য সচিব এবিএম সুলতান আহম্মেদ, প্রধান বক্তা হিসেবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। এছাড়াও, অন্যান্যের মধ্যে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু ও বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনষ্ঠিত এ সভায় জেলা-উপজেলা পর্যায়ের কয়েকশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতার ইতিহাস তুলে ধরাসহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।

Comments

comments