আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের সাংবাদিকদের মাঝে নানা গ্রুপিং থাকায় অনেকেই অবৈধ সুবিধা নিচ্ছেন –নূ‌রে আলম সি‌দ্দিকী হক।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ ,২৭ এপ্রিল, ২০২২ | আপডেট: ১১:৩৩ অপরাহ্ণ ,২৭ এপ্রিল, ২০২২
আমাদের সাংবাদিকদের মাঝে নানা গ্রুপিং থাকায় অনেকেই অবৈধ সুবিধা নিচ্ছেন –নূ‌রে আলম সি‌দ্দিকী হক।

স্টার্ফ রিপোটার।। রাজবাড়ীর স্থানীয় দৈ‌নিক জনতার আদাল‌ত প‌ত্রিকার প্রবিত্র রমজান মাস উপলক্ষে ২৫ শে রমজান বুধবার রাজবাড়ী অফিসার্স ক্লা‌বে আ‌য়ো‌জিত ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠা‌নে জনতার আদাল‌ত প‌ত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নূ‌রে আলম সি‌দ্দিকী হক ব‌লে‌ন, আমাদের সাংবাদিকদের  মাঝে ভেদাভেদ করে এ জেলায় অনেকেই কিন্তু অবৈধ্য সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছেন। আমাদের জেলায় সাংবাদিকদের অনেক সংগঠনও রয়েছে। আমাদের ছোট্র রাজবাড়ী জেলায় অনেক গুনি সাংবাদিক রয়েছেন। আমি চাই সকল ভেদাভেদ ভুলে এক প্লাটফর্মে আমরা সবাই আসি ও আমাদের পেশাদ্বারি দায়িত্ব পালন করি। আজকেই শুধু নয় প্রয়োজনে আরো দশবার পোগ্রাম করবো ,আমি চাই সবাই ভেদাভেদ ভূলে একই পতাকাতলেিএসে আমরা কাজ করি। আমরা যদি এক থাকি, আমার বিশ্বাস এ জেলা থেকে কেউ কোন অবৈধ সুযোগ-সুবিধা নিতে পারবেন না। আমরা যদি এক থাকি আমরা আমাদের কলম দিয়ে লেখার মাধ্যমে রাজবাড়ীর চিত্র আমরা পালটে দিতে পারি। আপনাদের লিখনির মাধ্যমে সৃষ্টিশীল রাজবাড়ীকে দেখতে চাই,গঠনমূলক রাজবাড়ীকে দেখতে চাই। গঠনমূলক রাজবাড়ীকে দেখতে চাই ,আগামীর রাজবাড়ীকে দেখতে চাই। এজন্য আজকে ইফতারে শুধু সাংবাদিকদেরকেই ডেকেছি। এজন্যই সবাইকে ডেকেছি যেন আমরা একই পতাকাতলে একই আদর্শে মিলিত হতে পারি। আমাদের একটা ভাই যখন লিখনির মাধ্যমে বিপদে পরে তখন অন্য সাংবাদিক পাশে থাকেনা। কারন তখন সবাই গ্রুফভেদে কেও কার সাহায্য করে না। তাই সকলে একই পতাকাতলে আসলে আমরা আরো শক্তিশালী হবো। তাই আসুন ভেদাভেদ ভূলে আমরা একই পতাকাতলে মিলিত হই।

বুধবার (২৭শে এপ্রিল) রাজবাড়ী অফিসার্স ক্লা‌বে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিক‌দের সম্মা‌নে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠা‌নে রাজবাড়ীর স্থানীয় দৈ‌নিক জনতার আদাল‌ত প‌ত্রিকা আ‌য়ো‌জিত ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠা‌নে নূ‌রে আলম সি‌দ্দিকী হক এসব কথা ব‌লেন। তি‌নি আরও ব‌লেন, সাংবা‌দিক‌দের লেখ‌নির মাধ্যনমে অনেক সমস্যা র সমাধান হয়। যার কার‌ণে আজও অসহায় মানুষ বিপ‌দে পড়‌লে সাংবা‌দি‌কদের কা‌ছে আসে। অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা বা‌র এসো ‌সি‌য়েশ‌নের সাধারন সম্পাদক বিজন বোস, রাজবাড়ী প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি এম ম‌নিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হো‌সেন, জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ক‌রিম ইছাক, সাধারন সম্পাদক স‌মিত্র শীল চন্দন, রাজবাড়ী ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি এস এম রিয়াজুল করিম, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, জেলা রি‌পোটার্স ক্লা‌বের সভাপ‌তি লিটন চক্রবর্তী, সাধারন সম্পাদক এজাজ আহ‌ম্মেদ, সাংবা‌দিক আবুল কালাম আজাদ, সা‌বেক জেলা শিক্ষা অফিকসার সৈয়দ সি‌দ্দিকুর রহমান, জেলা কৃষক লী‌গের আহ্বায়ক আবু বক্কর খানসহ জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের প্রিন্ট ও ইলেেকট্রনিক মি‌ডিয়ার সাংবা‌দিকরা। আলোচনা অনুষ্ঠানের পর দোয়া ও মোনাজাত করেন রাজবাড়ী কোর্ট মসজিদের ইমাম হাফেজ মোঃ নাজমুল হাসান।

Comments

comments