আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চন্দনীতে ৩৬১ জন জেলের মাঝে ৮০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরন।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ ,১৬ মার্চ, ২০২২ | আপডেট: ১২:১৮ পূর্বাহ্ণ ,১৭ মার্চ, ২০২২
চন্দনীতে ৩৬১ জন জেলের মাঝে ৮০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরন।

বিধান কুমার।। রাজবাড়ীর সদর উপজেলার ১৩ নং চন্দনী ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থ বছরে জাটকা আহরণে বিরত জেলেদের মাঝে মানবিক সহায়তার আওতায় ৩ শত ৬১ জনকে ৮০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরন করা হয়।
সিনিয়র মৎস্য আফিসারের কার্যালয় সদর রাজবাড়ীর আয়োজনে ১৬ ই মার্চ-২২ বুধবার দুপুর ১২ টার সময় এই ভিজিএফ চাউল বিতরন করা হয়।
সিনিয়র মৎস্য আফিসারের কার্যালয়ের আয়োজনে ভিজিএফ চাউল বিতরন কালে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ আলহাজ্ব কাজী কেরামত আলী (এম পি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, ১৩ নং চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আদ্বুর রব। এ সময় আর উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি উম্মে সালমা, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, ইউনিয়ন পরিষদের সচিব মোবারক আলী সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, সাবেক সভাপতি আকরাম হোসেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও ওয়ার্ড সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, এখন নদীতে পানির ভাটা থাকায় মৎস্য আহরণের ফলে ব্যাপক পরিমান জাটকা মাছ ধরা পড়ে। ইলিশ মাছ বড়ো হওয়ার পুর্বে ছোট জাটকা ইলিশ নিধন করলে একদিকে যেমন আমাদের ভরা মৌসুমে বড়ো ইলিশ কমে যায় তেমনিভাবে জাটকা ইলিশ দিয়ে আমাদের চাহিদা মেটানোও  সম্ভব হয় না। তাই আপনারা এই ২ মাস মৎস্য আহরণে বিরত থাকাবেন।
এ সময় চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ আদ্বুর রব আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলে প্রেশার উপর নির্ভরশীল জেলেদেরকে মৎস্য আহরণে বিরত জেলেদের মাঝে মানবিক সহায়তার আওতায় ২ মাস ৮০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চন্দনী ইউনিয়ন পরিষদের আওতাধীন ৩ শত ৬১ জন জেলেকে ৮০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরন করা হচ্ছে।
এ সময় অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা সভাপতিত্ব বক্তব্য শেষে সবাইকে সরকারী নির্ধারিত ২ মাস জাটকা ইলিশ আহরণে বিরত থাকার আহ্বান জানান।

Comments

comments