রাজবাড়ীতে অসহায় প্রতিবন্ধীদের বিরানি খাওয়ালো সিডিএফ ও আলোর পথে ফাউন্ডেশন
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০২২ | আপডেট: ১:১৮ পূর্বাহ্ণ ,১ ফেব্রুয়ারি, ২০২২
স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে দেড় শতাধিক অসহায় প্রতিবন্ধীদের মাঝে “তৃপ্তি সহকারে এক বেলার আহার” পরিবেশন করলো সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) ঢাকা।
আলাদীপুর আলোর পথে ফাউন্ডেশন ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যাক্তি উন্নয়ন পরিষদ এর যৌথ সহযোগিতায় ‘সিডিএফ‘র ভ্রাম্যমান মেহমানখানায় ২৯শে জানুারি-২২ শনিবার দুপুরে আলোর পথে ফাউন্ডেশনের কার্যালয়ে দেড় শতাধিক অসহায় প্রতিবন্ধীদের এই খাবারের ব্যাবস্থা করা হয়।
এ সময় ফাউন্ডেশনটির পরিচালক বলেন- সমাজে যারা দুস্থ, অসহায় ও অবহেলিত প্রতিবন্ধী রয়েছে তারা প্রতিমাসে অন্তত একবার হলেও তাদের একটু ভাল খাবার ব্যবস্থা করবেন। প্রতিটি জেলায় এ খাবার পরিবেশনের উদ্দ্যোগ গ্রহন করা হছেয়ে, রাজবাড়ীতে আজকে এই প্রথম দেড় শতাধিক অসহায় প্রতিবন্ধীদের খাবারের ব্যাবস্থা করা হয়েছে। তিনি আরো জানান, প্রতিমাসে খাবার ব্যাবস্থা করবেন এবং প্রতিটি জেলায় তারা প্রতিবন্ধীদের আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলবো এবং কর্মসংস্থান খোলার চেষ্টা করবো। এ বিষয়ে স্থানীয় বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ ব্যাতিক্রমি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ তাইজুদ্দিন, কোষাধ্যক্ষ মাহবুল হাসান শুভ।আলোর পথে ফাউন্ডেশনের সভাপতি ফারাজানা ইসলাম, সাধারন সম্পাদক ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যাক্তি উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যাক্তি উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও বানিবহ ইউপি সদস্য মো. জিয়াউর রহমান ও ফজলু সরদার।
জানাযায়, সিডিএফ’র প্রধান অফিস ঢাকা কাওরান বাজারে। পরিবেশিত খাবার ছিল গরুর গোস্তের বিরানি।