গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ।
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ ,২৫ জানুয়ারি, ২০২২ | আপডেট: ১২:৪৬ পূর্বাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০২২
গোয়ালন্দ প্রতিনিধি।। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দৌলতদিয়া ঘাট কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর নিজস্ব অর্থায়নে ১ শত ৬০ জন প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখ ও সাধারণ সম্পাদক মোঃ মোন্নাব শেখ এবং গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিততে প্রতিবন্ধিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতারা কম্বল তুলে দেওয়ার সময় রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী জন্য দোয়া করতে বলেন। প্রত্যক প্রতিবন্ধীরা কম্বল হাতে নিয়ে মহান আল্লাহ তায়ালা কাছে দুই হাত তুলে মুনাজাত করে বলেন, কাজী কেরামত আলী এমপি কে শাররীক সূস্হ রাখেন দীর্ঘদিন বাচিয়ে রাখেন এবং আমাদের মাঝে তিনি বার বার আসতে পারেন এই দোয়া করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা র সমন্নয়কারী ও ফরিদপুর প্রতিবন্ধী সংস্থার সহ সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি মোঃ সাইদ মন্ডল, সহ সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক সরদার, মোঃ রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ, কার্যকারী সদস্য আঃ হালিম শেখ ও মোঃ ইউনুস আলী খান সহ এলাকার মান্যগন্য ব্যাক্তি গন উপস্থিত ছিলেন।