রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম দিবস-১৮ পালিত হয়েছে
প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ ,১৮ মার্চ, ২০১৮ | আপডেট: ১:৩৯ অপরাহ্ণ ,২২ মার্চ, ২০১৮
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-১৮ পালিত হয়েছে ।
এ উপলক্ষে ১৭ই মার্চ শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সামনে আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান, জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শিশুদের ছবি আকার প্রতিযোগীতা অনুষ্ঠত হয় ।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে, এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেল, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, সহকারী পুলিশ সুপার(ক্ররাইম) আসাদুজ্জামান আসাদ প্রমুখ ।
এছাড়াও, রাজবাড়ী পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।