আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা মটর চালক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উদযাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ ,২৮ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ১২:০০ অপরাহ্ণ ,২৯ সেপ্টেম্বর, ২০২১
রাজবাড়ী জেলা মটর চালক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উদযাপন

গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের বর্ণাঢ্য আয়োজনে- দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।

মহান সআধীনতার মহানায়ক- স্বাধীন বাংলাদেশের স্থপতি- বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান- জননেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন।

এ জন্মদিন উপলক্ষে আজ ২৮শে সেপ্টেম্বর-২১ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭. টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন জেলা মটর চালক লীগের নিজ কার্যালয়ে- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া মাহফিল শেষে ১০ পাউন্ড কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন (তপু), সহ-সভাপতি এস. এম রিয়াজুল করিম, যুগ্ন-সাধারন সম্পাদক মো. হাজী বাবু, সাংগঠনিক মো. শাহিন শেখ, মানব সম্পদ মো. ফজল শেখ, প্রশিক্ষণ ও চালক কল্যান বিষয়ক সম্পাদক মো. লতিফ শেখ, কার্যকারী সদস্য মো. মফিজুল শেখ, মো. আমজাদ মন্ডল সহ শতশত নেতাকর্মি উপস্থিত ছিলেন।

দোয়ার মাহফিলে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দেখতে ভিডিওতে ক্লিক করুন….

Comments

comments