আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে র‌্যাব।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ ,৭ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০২১
রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে র‌্যাব।

বিধান কুমার।। রাজবাড়ীতে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য তৈরি মজুত ও বিক্রির অভিযোগে জেলা প্রশাসন ও র‌্যাবের‌ যৌথ অভিযান পরিচালিত হয়। রাজবাড়ী জেলা শহরের ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা শহরের মিষ্টিবাড়ী, সূর্য্যবান হোটেল এন্ড রেষ্টুরেন্ট, সালমা হোটেল এন্ড রেষ্টুরেন্ট, ঢাকা বিরিয়ানী ও এ ডব্লিউ ড্রিন্কিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠান সমুহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন মজুত ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। অভিযানে নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। রাজবাড়ীর নির্বাহী মেজিস্ট্রেট বিপুল সিকদার জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ৫৩ ধারা মোতাবেক রাজবাড়ীর মিষ্টিবাড়ীকে ১০ হাজার টাকা, সূর্য্যবান হোটেল এন্ড রেষ্টুরেন্ট ৭ হাজার টাকা, সালমা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, ঢাকা বিরিয়ানী হাউজকে ১০ হাজার টাকা ও এ ডব্লিউ ড্রিন্কিং ওয়াটারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, সারাদেশে র‌্যাবের বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Comments

comments