আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে পাংশা উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ ,৬ মে, ২০২১ | আপডেট: ২:২১ পূর্বাহ্ণ ,৭ মে, ২০২১
অনিয়ম-দুর্নীতির অভিযোগে পাংশা উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার।। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সেই সাথে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানকে উপজেলার সকল কার্যক্রম পরিচালনাসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী জানান, গত ৫ মে-২১ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেছেন। যাহার স্বারক নং- ৪৬.০৪৫.০২৭.০৮.১৫০.১৫০.২০১৮-২৭৪

প্রজ্ঞাপন সুত্রে জানাগেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এর বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান তার আপন ভাই ও ফুফাতো ভাইযের নামে বরাদ্ধ দেওয়া, রাজম্ব তহবীল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরীব/মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজেস্ব লোকের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থ আত্বসাথ করা, বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়ন নীতিমালা (সংশোধিত) ২০১৩ অনুসরণ না করে বয়স্কভাতা প্রদান এবং নিয়ম বহিঃর্ভত ভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্দ দেওয়া সর্ম্পকে আনীত অভিযোগ গুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমানিত হয়েছে এবং যেহেতু তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে জবাব প্রদানের জন্য বলা হলে তিনি জবাব দেননি এবং পরবর্তীতে ব্যাক্তিগত শুনানী প্রদানের জন্য বলা হলে তিনি শুনানীতেও অংশ গ্রহণ করেননি।

সেহেতু উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ ধারার বিধান অনুযায়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক রবখান্ত করা হল।

সেইসাথে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হল।

৬মে-২১ বৃহস্পতিবার বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী জানান আমিও চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত হওয়ার চিঠি দেখেছি। পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ২০১৯ সালের ২৪শে মার্চে অনুষ্ঠিত নির্বাচনে- রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ হাসান ওদুদ (আনারস) প্রতিকে ৪৪ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভপতি শফিকুল মোর্শেদ আরজ (নৌকা) পেয়েছিল ৩৮ হাজার ৯০৩ ভোট।

Comments

comments