‘আপনারা ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরলে কোনও ভয় থাকবে না’- এসপি
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ ,৪ মে, ২০২১ | আপডেট: ১:২০ পূর্বাহ্ণ ,৫ মে, ২০২১
পিরোজপুর সংবাদদাতা- জাহিদ হাসান।। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
৪ মে-২১ সোমবার পিরোজপুর প্রেস ক্লাবে আয়োজিত বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রেস ক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক গৌতম নারায়ন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রাজনৈতিক প্রভাব দূর এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা আছে উল্লেখ করে হায়াতুল ইসলাম খান বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরলে কোনও ভয় থাকবে না। পিরোজপুর শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’
অনুষ্ঠান চলাকালীন সময় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, সহ-সভাপতি শিরিনা আফরোজ, হাসান মামুন ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ। পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের কিছু সংখ্যক স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করেন।