আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব কতৃক ইমরান এইচ সরকার গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ ,৭ জুন, ২০১৮ | আপডেট: ১:২৩ পূর্বাহ্ণ ,৭ জুন, ২০১৮
র‌্যাব কতৃক ইমরান এইচ সরকার গ্রেফতার

জনতার মেইল ডেস্ক ।। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব।

৬ জুন-১৮ বুধবার বিকাল সাড়ে ৪.টার দিকে রাজধানীর শাহবাগে গণজাগরন মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে শাহবাগ আসেন ইমরান। এবং সেখানে ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় সেখানে একটি মাইক্রোবাস উপস্থিত হয়। মাইক্রোবাস থেকে সাদা পোশাকে র‌্যাবের কয়েকজন সদস্য নেমে ইমরানকে গাড়ি তুলে নিয়ে যায়। পেছনে তখন চারটি র‌্যাবের গাড়ি ছিলো।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আমরা ধরি নাই। র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ইমরান এইচ সরকারকে আটক করা হয়েছে। এ বিষয়ে কিছু সময়ের মধ্যে লিখিতভাবে গণমাধ্যমকে জানানো হবে।

Comments

comments