আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মুজিব শতবর্ষ প্রীতি ফুটবল ম্যাচ-২১ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ ,১২ মার্চ, ২০২১ | আপডেট: ১:৩৮ পূর্বাহ্ণ ,১৫ মার্চ, ২০২১
গোয়ালন্দে মুজিব শতবর্ষ প্রীতি ফুটবল ম্যাচ-২১ অনুষ্ঠিত

গোয়ালন্দ সংবাদদাতা।। “ক্রীড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজনে ১২ই মার্চ বিকাল ৪ ঘটিকার সময় রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ ও ঢাকা হতে আগত টিম জিকেএসপি ফুটবল একাডেমী বনাম গোয়ালন্দ ফুটবল একাডেমী,রাজবাড়ী দল। ৯০ মিনিটে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-১ গোলে সমতা রেখে ম্যাচটি শেষ হয়।

উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী।

খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।

মুজিব শতবর্ষ প্রীতি ফুটবল ম্যাচের আহবায়ক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোঃ ইব্রাহিম সরদারের সভাপতিত্ব – অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের নব-নির্বাচিত ১নং সদস্য ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোলাজার হোসেন মৃধা, এনায়েত হোসেন জাকির, গোলাম মোর্তজা হেলাল, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের ইভেন্ট ম্যানেজার মোঃ রিপন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মৃধা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম কোরবান, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা জিল্লুর রহমান, পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুজন, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলামিন মিয়া, বর্তমান সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সাবেক সভাপতি মাসুদ মিয়া, সাবেক সহ-সভাপতি তাহাজ্জুত হোসেন তাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, সদস্য কাশেম বিশ্বাস, গাজী উজ্জ্বল হোসেন, সুজিত কুমার রায়, জহিরুল ইসলাম, সাইফুর রহমান, সাইফুল ইসলাম, মুক্তার মাহমুদ, ডাঃ আব্বাস আলী, লুৎফর রহমান,আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম রফিক, ম্যাচ রেফারি মোঃ মজিবুর রহমান জুয়েল, সহকারী রেফারি সুলতান মাহমুদ সবুজ, জাহিদ সরদার প্রমুখ।

খেলায় বিজয়ী দল হিসাবে টিম জিকেএসপির পক্ষে ট্রফি গ্রহণ করেন টিম জিকেএসপির প্রতিষ্ঠাতা ও হেডকোচ গাজী সেলিম এবং টিম ম্যানেজার ফিরোজুল ইসলাম মিন্টু।

Comments

comments