আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে এলেম মুন্সি (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ২:০০ পূর্বাহ্ণ ,২ মার্চ, ২০২১
গোয়ালন্দে এলেম মুন্সি (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত

গোয়ালন্দ সংবাদাতা।।  আলা ইন্না আউলিয়া আল্লাহি লা-খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন -নিশ্চয়ই আউলিয়াগণের লৌকিক ও পরলৌকিক জীবনের ভয় ও চিন্তার কারন নাই। গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়া মুন্সিবাড়ি দরবার শরীফে ১৪ই রজব হিজরী ১৪শ ১৪৪২ সাল, বাংলা ১৪ ই ফাল্গুন ১৪২৭ (২৭ ফেব্রুয়ারি-২১) শনিবার দিবাগত রাতে মহান সুফি-সাধক আলী মদ্দিন মুন্সী ওরফে এলেম মুন্সি (রহঃ) এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।

ওরস মোবারক এ উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ দরবার শরীফের আগত শত শত আশেক ও ভক্তবৃন্দ।

ওরস মোবারক পরিচালনা করেন পীর সাহেব আল্লামা হযরত মাওলানা মোঃ সৈয়দ আলী মুন্সী।

ওরস মোবারক অনুষ্ঠানসূচী ছিল বাদ মাগরিব কোরআন তেলাওয়াত হামদ ও নাত। বাদ এশা তরিকত মিলাদ মাহফিল সম্পর্কে আলোচনা ওয়াজ মাহফিল। রাত ২.টা থেকে ফজরের আগ পর্যন্ত তরিকতের মিলাদ মাহফিল এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা।

Comments

comments