আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১১:০০ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০২১
রাজবাড়ীতে কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।।  রাজবাড়ীতে মরহুম কাজী হেদায়েত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে জেলা শহরের আজাদী ময়দানে ৪দিন ব্যাপি অনুষ্ঠিত এ খেলায় দেশের জাতীয় দলসহ ১শত ১০টি দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ ওপেন, বাংলাদেশ ওপেন সিঙ্গেল ও ডাবল, বাংলাদেশ ওপেন নন র‌্যাঙ্কিং এ তিনটি পর্বে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সভাপতিত্ব করেন ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি কাজী হেফাজত আলী টিটো। ২০শে ফেব্রুয়ারি-২১ শনিবার রাত সাড়ে ১১.টার দিকে খেলার ৩টি পর্বের বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় প্রথম পুরস্কার হিসেবে বাংলাদেশ ওপেন চ্যাম্পিয়ন ৪০ হাজার টাকা, রানার আপ ২০ হাজার টাকা, বাংলাদেশ ওপেন সিঙ্গেল চ্যাম্পিয়ন ১৫ হাজার এবং রানার আপ ১০ হাজার টাকা এবং নন র‌্যাংকিংয়ে চ্যাম্পিয়ন ১০ হাজার ও রানার আপ ৫ হাজার টাকা পুরস্কারসহ মোট ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয় বিজয়ী দল গুলোর মাঝে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মরহুম কাজী হেদায়েত হোসেনের বড় ছেলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন- পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, নব-নির্বাচিত রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য অহিদুজ্জামান রাজসহ অন্যান্যরা।

Comments

comments