পৌরসভা নির্বাচন নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেভাবেই কাজ করা হচ্ছে- রাজবাড়ীর ডিসি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ ,৯ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ণ ,১৪ ফেব্রুয়ারি, ২০২১
রাজবাড়ী প্রতিনিধি।। আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভায় একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পৌরসভা নির্বাচন নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেভাবেই জেলা পুলিশ, নির্বাচন কার্যালয়সহ সকলের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।এই নির্বাচনে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে।
৯ ফেব্রুয়ারি-২১ মঙ্গলবার সকালে রাজবাড়ীর অফিসার্স ক্লাব মিলনায়তনে পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন ও মোঃ শরিফউজ্জামান।
প্রার্থীদের মধ্যে বক্তৃতা করেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহম্মদ আলী চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শেখ তীতু, জাতীয় পার্টির মেয়র প্রার্থী কেএ রাজ্জাক মেরিন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন- নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলে এমন কিছু আমরা বরদাস্ত করবো না। নির্বাচনে একজন সম্মানিত মেয়র হবেন, কাউন্সিলর হবেন তাকে অবশ্যই জনগনের রায় নিয়ে আসতে হবে। জনগন যাতে স্বাধীনভাবে তাদের রায় দিতে পারে আমরা সেই ব্যাবস্থা করবো। আমি আপনি আমরা সবাই রাষ্ট্রের নাগরিক। আমাদের কর্তব্য হচ্ছে আইনকে মেনে চলা। সবার উপরে আইনের হাত, এটা অন্তরে লালন করবেন। আমি দের্থহীন ভাষায় বলতে চাই, কেউ যদি পরিবেশ অশান্ত করার চেষ্টা করেন আইন তাকে ছাড় দিবে না।
এ সময়, রাজবাড়ী এনএসআই উপ-পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রির্টানিং অফিসার মোঃ সারোয়ার আহম্মেদ সালেহীন।