আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দুঃস্থদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১:৩৩ পূর্বাহ্ণ ,১৩ জানুয়ারি, ২০২১
গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দুঃস্থদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি।। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যাক্তিগত অর্থায়নে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের অসহায় ও দুঃস্থ শিতার্তেদের মাঝে ৪ শতাধিক কম্বল(শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।

১২ই জানুয়ারি-২১ মঙ্গলবার বিকেল পৌনে ৪.টার দিকে উজানচর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে উপস্থিত হতদরিদ্র শিতার্ত নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

এর আগে, সংগঠনের ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্বাস্থ্যবিধি মেনে সকলে মাস্ক পরিধান করে এ কম্বল বিতরণী অীনুষ্ঠানে- গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এমপি কন্যা ও রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা চৈতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ফকীর, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন শেখ, গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি মো. শেখ সোহেল, জেলা মটর চালক লীগের সহ-সভাপতি এস এম রিয়াজুল করিম, আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম ও সংগঠনের নেতা-কর্মিবৃন্দসহ অত্র ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

Comments

comments