আজ : বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ ,৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ২:৪৮ পূর্বাহ্ণ ,১১ অক্টোবর, ২০২০
গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোয়ালন্দ সংবাদদাতা।।  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে- ৯ অক্টোবর-২০ শুক্রবার বিকেলে উপজেলার চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের  সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ।

এ সময়, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের শত শত ছাত্রলীগের কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া জানান এই কমিটি আগামী ১৫ অক্টোবর  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ঘোষণা দেয়া হবে।

Comments

comments