বালিয়াকান্দি উপঃ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে নবাগত ওসির শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ ,২০ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ণ ,২১ সেপ্টেম্বর, ২০২০
সমীর কান্তি বিশ্বাস।। বালিয়াকান্দি থানার নবাগত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইনচার্জ মোঃ তারিকুজ্জামান ১৯শে সেপ্টেম্বর-২০ শনিবার সকাল ১১.টার দিকে উপজেলা প্রেস ক্লাবে সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা ও মত-বিনিময় করেন।
এ সময়, উপজেলার সার্বিক বিষয় ও আইন শৃংখলা বিষয় নিয়ে মত-বিনিময় সভায় নবাগত ওসি বলেন- আসুন আমরা সকলে মিলে এই উপজেলায় আইনের শাসন প্রতিষ্ঠা করি। আসুন আমরা সকলে মিলে যদি মাদক কে না বলি, তা হলেই এ সমাজ থেকে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসআই মোঃ রিপন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল, সিনিয়র সহ-সভাপতি সোহেল মিয়া, সহ-সভাপতি এবং দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি ও জনতার মেইল.কম এর স্টাফ রিপোর্টার সমীর কান্তি বিশ্বাস, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, গোলাম মর্তুজা রিজু এবং গোলাম মোস্তফা সহ প্রমুখ।
সভায় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাদক বিক্রেতা ও সেবন কারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি অভিমত ব্যাক্ত করেন।