আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর কালুখালীতে চোরাই RTR মটরসাইকেলসহ রনি চোরা আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ ,৩০ আগস্ট, ২০২০ | আপডেট: ১:২০ পূর্বাহ্ণ ,৩১ আগস্ট, ২০২০
রাজবাড়ীর কালুখালীতে চোরাই RTR মটরসাইকেলসহ রনি চোরা আটক

রাজবাড়ী প্রতিনিধি।।  টিভিএস কোম্পানির আরটিআর ১৫০ সিসি’র একটি চোরাই মোটরসাইকেল সহ রনি ইসলাম (২৬) নামের এক চোর কে আটক করেছে রাজবাড়ী জেলা ডিবি পুলিশ।

আটককৃত চোর- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের শাজাহান মন্ডলের ছেলে।

২৯ আগষ্ট-২০২০ রবিবার আনুমানিক দুপুর ১.টা ২৫ মিনিটের সময় রাজবাড়ী জেলার কালুখালী সোনাপুর বাজারের চৌরাস্তার মোড়ে মিলনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

এ বিষয়ে, ৩০/৮/২০২০ তারিখ রবিবার দুপুরের দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শরিফ জনতার মেইলকে জানান- তার নির্দেশনায় এসআই মোঃ শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামি রনি ইসলামকে আটক করে। এ সময়, তার দখল হইতে একটি টিভিএস আরটিআর ১৫০150 সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।

তিনি আরো জানান- আজ কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments