রাজবাড়ীর কালুখালীতে চোরাই RTR মটরসাইকেলসহ রনি চোরা আটক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ ,৩০ আগস্ট, ২০২০ | আপডেট: ১:২০ পূর্বাহ্ণ ,৩১ আগস্ট, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। টিভিএস কোম্পানির আরটিআর ১৫০ সিসি’র একটি চোরাই মোটরসাইকেল সহ রনি ইসলাম (২৬) নামের এক চোর কে আটক করেছে রাজবাড়ী জেলা ডিবি পুলিশ।
আটককৃত চোর- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের শাজাহান মন্ডলের ছেলে।
২৯ আগষ্ট-২০২০ রবিবার আনুমানিক দুপুর ১.টা ২৫ মিনিটের সময় রাজবাড়ী জেলার কালুখালী সোনাপুর বাজারের চৌরাস্তার মোড়ে মিলনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
এ বিষয়ে, ৩০/৮/২০২০ তারিখ রবিবার দুপুরের দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শরিফ জনতার মেইলকে জানান- তার নির্দেশনায় এসআই মোঃ শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামি রনি ইসলামকে আটক করে। এ সময়, তার দখল হইতে একটি টিভিএস আরটিআর ১৫০150 সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।
তিনি আরো জানান- আজ কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।