আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ২টি অস্ত্র-গুলিসহ বিকাশ রাজভর ও জাহাঙ্গীর গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ ,১৬ জুলাই, ২০২০ | আপডেট: ১১:৫০ অপরাহ্ণ ,১৭ জুলাই, ২০২০
রাজবাড়ীতে ২টি অস্ত্র-গুলিসহ বিকাশ রাজভর ও জাহাঙ্গীর গ্রেফতার

এস.এম হিমেল।। রাজবাড়ীতে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ বিকাশ রাজভর (২৮) ও জাহাঙ্গীর হোসেন (২৪) কে গ্রেফতার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। পুলিশ জানিয়েছে তারা চরমপন্থি দলের সদস্য।

গ্রেফতারকৃত বিকাশ রাজভর- রাজবাড়ী জেলা সদরের বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের শ্রী সুলাল রাজভরের ছেলে।আর, জাহাঙ্গীর হোসেন- একই জেলা উপজেলার চন্দনি ইউনিয়নের (ধাওয়াপাড়া এলাকার) কাবিলপুর গ্রামের লোকমান সেখের ছেলে।

রাজবাড়ী জেলার গোয়েন্দা শাখার ওসি মোঃ ওমর শরিফ জনতার মেইল.কমকে জানান- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান স্যারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ১৫/৭/২০২০ বুধবার বিকেল সারে ৬.টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের পাশে ফুলতলা এলাকা হতে বিকাশকে আটক করা হয়, পরে তার দেয়া তথ্যমতে রেলকলোনীর একটি ঘর থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে, রাত সাড়ে ১০.টার দিকে ধাওয়াপাড়া ঘাট এলাকা থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলিসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এরা দুজনেই নৌপথে চাঁদাবাজি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে যুক্ত। এদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। ডিবির এসআই মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ১৫/৭/২০২০ তারিখে একটি অস্ত্র মামলা দায়ের করেছে। মামলা নং- ১৭। এবং ডিবির এসআই মোহাম্মদ মোজাম্মেল হোসেন বাদী হয়ে ১৬/৭/২০২০ তারিখে বিকাশ রাজভরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ১৮।

তিনি আরো জানান, গ্রেফরকৃতরা মুলত রাজবাড়ীর পদ্মা নদীতে চলাচলকারী বলগেট জাহাজ ও বালুবাহি ট্রলার থেকে জোর করে টাকা আদায় করতো। টাকা না দিলে অনেক সময় তাদের মারপিট করতো। গ্রেফরকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধীক মামলা আছে বলেও জানান তিনি।

Comments

comments