আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় ১,০২২ জনকে ২১,২০,৮,৯৫ টাকা অর্থদণ্ড! ২০ মার্চ হতে ২১ মে-২০২০ পর্যন্ত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ ,২১ মে, ২০২০ | আপডেট: ১:২৮ পূর্বাহ্ণ ,২২ মে, ২০২০
রাজবাড়ী জেলায় ১,০২২ জনকে ২১,২০,৮,৯৫ টাকা অর্থদণ্ড! ২০ মার্চ হতে ২১ মে-২০২০ পর্যন্ত

রাজবাড়ী প্রতিনিধি।। প্রাণঘাতী করোনা দূর্যোগে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২১ মে-২০২০ বৃহস্পতিবার রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজার এবং রাজবাড়ী বড়পুল মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৪ জনকে ৬ হাজার ৫শত টাকা অর্থদণ্ড আরোপ করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়াও বাজার মনিটরিংয়ের সময় একাধিক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সরকারি নির্দেশনা পালনে সতকর্তা অবলম্বনের জন্য নির্দেশনা প্রদান করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

রাজবাড়ী জেলাপ্রশাসকের কার্যালয়সূত্রে জানাযায়, রাজবাড়ী জেলায় পরিচালিত মোবাইল কোর্টে গত ২০ মার্চ-২০২০ হতে আজ ২১ মে-২০২০ তারিখ পর্যন্ত ১,০২২ জনকে ২১,২০, ৮,৯৫/- টাকা অর্থদণ্ড আরোপ করে জরিমানা আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরো জানাজায়, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, সংক্রমণ রোধ, মহামারী ঠেকাতে জনসাধারণের ঘরে অবস্থান নিশ্চিতকরণ, ত্রাণ বিতরণ, বাজার মনিটরিংসহ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকল্পে রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

দেবগ্রাম ইউনিয়নের অর্ধশত দুস্থ নারীর ৮ মাসের ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ (পর্ব-১)

গোয়ালন্দের দেবগ্রামে ৮ মাস ধরে ভিজিডির চাল পাচ্ছেননা প্রায় অর্ধশত দূস্থ নারী, চাল গেল কোথায়?

Comments

comments