আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

২ মুদি দোকানদার ও ২ বেকারীর মালিককে জরিমানা করেছে পটুয়াখালী ভ্রাম্যমান আদালত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ ,১৪ মে, ২০২০ | আপডেট: ৫:০০ অপরাহ্ণ ,১৫ মে, ২০২০
২ মুদি দোকানদার ও ২ বেকারীর মালিককে জরিমানা করেছে পটুয়াখালী ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী র‌্যাব ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে ১৪ মে-২০২০ বৃহস্পতিবার দুপুর ১২.টার দিকে পটুয়াখালী সদরে অভিযান পরিচালনা করে

অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরী এবং খাদ্য দ্রব্য তৈরীর উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকার অভিযোগে *বেকারী মালিক মোঃ ইব্রাহিম সিকদার (৪৫) কে ৫,০০০/- টাকা, *বেকারী মালিক মোঃ সামসু সিকদার (৪০) কে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন না করে এবং ধার্য্য মূল্য থেকে অধিক মূল্যে পন্য দ্রব্য বিক্রয় করার অপরাধে- *মায়ের দোয়া মুদির দোকানদার মোঃ আমিরুল ইসলাম (৩৫) কে ৭,০০০/- টাকা, *মোঃ শাহ আলম ষ্টোর মুদির দোকানদার মোঃ শাহ আলম প্যাদা (২৮) কে ১,০০০/- টাকা সহ সর্বমোট ১৮,০০০/- টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮, ৪০, ৪২ ও ৫২ ধারা মোতাবেক এ জরিমানা করেন- ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চন্দ্র দাস ও পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা।

এ সময়, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন।

Comments

comments